চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট (Charukola Diploma Training Institute)

প্রধান ক্যাম্পাস: কাটনারপাড়া, পলাশ ক্লিনিক সংলগ্ন, বগুড়া। সিলেট ক্যাম্পাস: সুবজ সেনা-০১, ঘাসিটুলা, সিলেট, চট্টগ্রাম অফিস: নাসরিন ভিলা ৩য় তলা, ০২ নং ওয়ার্ড, জালালাবাদ, বালুচরা তুফানি রোড, চট্টগ্রাম। মোবা: 01799888922//01813599871/ Web: cdtibd.com/Email: cdtikb@gmail.com/dfabogra@gmail.com

সরকারি অনুমোদনপত্র ও নির্বাহীদের বাণী

 

রিচালকের বাণীঃ-

বিসমিল্লাহির রাহমানির রাহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার/সংস্কৃত ও ধর্ম শিক্ষা বোর্ড, প্রফেশনাল ইউনিভার্সিটি/ বিশ্ব মেধা সম্পদ সংস্থা ও অন্যান্য কর্তৃৃপক্ষ কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান (চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট) নিয়োগ প্রফেশনাল কোর্স সমূহ (১) ডিপ্লোমা ইন ফাইন আর্টস প্রোগ্রাম/ সমমান-চারুকলা শিক্ষক নিয়োগ কোর্স (২) ডিপ্লোমা ইন ফাইন আর্টস এন্ড ক্রাফ্ট/সমমান-চারুকলা শিক্ষক নিয়োগ কোর্স (৩) জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা/সমমান-শারীরিক-ক্রীড়া শিক্ষক কোর্স, (৪) কম্পিউটার ডিপ্লোমা/সমমান- কম্পিউটার ল্যাব ও অপারেটর নিয়োগ কোর্স (৫) ডিপ্লোমা ইন মিউজিক প্রোগ্রাম/ সমমান- সংগীত শিক্ষক নিয়োগ কোর্স, (৬) উপাধি ডিগ্রি ডিপ্লোমা/সমমান-হিন্দু ধর্ম শিক্ষক নিয়োগ কোর্স (৭) থিওলজিক্যাল ডিপ্লোমা/সমমান- খ্রিষ্টান ধর্ম শিক্ষক নিয়োগ কোর্স, (৮) বি,এস,এড/সমমান – প্রতিবন্ধী শিক্ষক নিয়োগ কোর্স (৯) এম, এস,এড/সমমান (১০)অটিজম সাইকোলজি ডিপ্লোমা/সমমান প্রতিবন্ধী শিক্ষক নিয়োগ কোর্স, (১১) ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/ গ্রন্থাগার ও শিক্ষক নিয়োগ কোর্স (১২) লাইব্রেরী সায়েন্স সার্টিফিকেট/ -সহকারী গ্রন্থাগার কাম ক্যাটালগার নিয়োগ কোর্স (১৩) ডিপ্লোমা ইন কেবিন ক্রু এন্ড এয়ার হোস্টেস/ বিমানে নিয়োগ কোর্স (১৪) ডিপ্লোমা ইন এডুকেশন উচ্চতর গ্রেডের জন্য (১৫) ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন/সমমান (১৬) ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন (১৭) কৃষি ডিপ্লোমা/সমমান (১৮) ডিপ্লোমা ইন সার্ভে (২০) সিভিল ড্রাফটিং ট্রেড কোর্স (২১) এ,এম,আই,ই/বি,এস,রি সমমান অন্যান্য শিক্ষা, প্রশিক্ষণ, শিল্প, সংস্কৃতির ধারায় দক্ষ শিক্ষক তৈরি করার লক্ষ্যে ২০১৫ ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার/ সংস্কৃত ও ধর্ম শিক্ষা বোর্ড ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (WIPO) সুইজারল্যান্ড এর অনুমোদনক্রমে চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় । বাংলাদেশ সরকারের শিক্ষক নিয়োগ পরিপত্র অনুয়াযী চারু কারুকলা শিক্ষক/শারীরিক-ক্রীড়া /সংগীত শিক্ষক/কম্পিউটার ল্যাব অপারেটর/হিন্দুধর্ম/খ্রিষ্টানধর্ম নিয়োগ প্রফেশনাল কোর্স পরিচালনাকারী হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বেকারমুক্ত স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে এ আশাবাদ ব্যক্ত করছি। শিল্প ও নতুন চিন্তাধারার অনুধাবন করা আমাদের প্রধান লক্ষ্য এবং মতাদর্শ।


প্রভাষক মোঃ সোহেল মন্ডল
পরিচালক
চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট

অধ্যক্ষের বাণীঃ-

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। যে শিক্ষার মাধ্যমে দেশ বা জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করে, সে শিক্ষা অবশ্যই বাস্তবতার সাথে সমন্বিত জ্ঞান সমৃদ্ধ হতে হবে। আমরা জানি, শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তির কাঙ্খিত আচরণিক পরিবর্তন ঘটানো। কোন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেও অশিক্ষিত থাকবে, যদি তার আচরণিক পরিবর্তন না ঘটে। বিদ্যা ও বুদ্ধি শব্দদ্বয় একে অপরের সাথে সম্পর্কিত। কোন ব্যক্তি বিদ্বান হয়েও বুদ্ধিমান নাও হতে পারে। কাজেই শিক্ষার আসল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পরবর্তী প্রজন্ম সুশিক্ষিত হবে।এই প্রতিষ্ঠানটি ২১ শতকের আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন চারু কারুকলা শিক্ষক/শারীরিক-ক্রীড়া /সংগীত শিক্ষক/কম্পিউটার ল্যাব অপারেটর/হিন্দুধর্ম/খ্রিষ্টানধর্ম/প্রতিবন্ধী শিক্ষকদের মধ্যে সৃষ্টিশীল বুদ্ধিমত্তা সৃষ্টি হবে এবং দেশের বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রভাষক ভোলানাথ পাল
অধ্যক্ষ
চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট